কারণ আমাদের দেশে এখন অনন্যার মতো বেশ্যালয়ের ডাইনী জন্মেছে। না জানি এরা আবার কবে আমাদের দেশে লেসবিয়ান ডোমিন্যাটিক্স শুরু করে। এই সব শুয়োরের বাচ্চাদের হাতে টাকা আছে। টাকায় ক্ষমতা আনে, আর বিক্রি হয় মানবতা। তাইতো এরা বিনা কারণে হত্যা করে নিরীহ মানুষকে। আর মানবতার ফেরিওলারা গলায়
মাফলার
পেচিয়ে ঘোরে।
সামান্য একটু ভাল খাবার আর থাকার আশায় হয়ত রুমার জন্মদাতারা তাঁকে এই মানুষরূপী হায়েনাদের উপর তুলে দিয়েছিল। কিন্তু সেটায় ১২ বছরের শিশু রুমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। অন্যন্যা নামে ইনসেটের এই মহিলা আজ তাঁকে দুনিয়া থেকে বিদায় করে দিল এক নিমিষেই।
ঘটনাটি চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা এম এম রোডের এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশের বিল্ডিংয়ে আজ দিনের কোন এক সময় ঘটেছে। ঘটনা ঘটিয়ে বিকেলেই বাসার মুল্যবান জিনিসপত্র এবং দুই সন্তান নিয়ে পালিয়েছে ঘরের মালিক অন্যনা। পুলিশ একটু আগে লাশ উদ্ধার করেছে বাসার তালা ভেঙ্গে।
কোটি টাকা দামি এপার্টমেন্টে থাকা তথাকথিত শিক্ষিত এমন মানুষের হাতে নিয়মিতই ঘটছে রুমা হত্যার মত এমন ঘটনা। সমঝোতা আর টাকা দিয়েই এরা সবসময় পার পেয়ে যাচ্ছে। হয়ত রুমা হত্যাও এভাবে চলে যাবে। সামান্য ব্যাপারে গরম হয় ব্লগপাড়া। জীবন্ত হয় মানবচিত্ত।
কিন্তু এই ঘটনা কি রেখাপাত করবে কারো হৃদয়ে। ???
হয়তো করবে সবাই।
অন্তত একটু প্রতিবাদ হোক।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




