ছায়া পড়েনি গতদিনও, অনর্জিত প্রেম এখানেই
নির্বাক জলে স্নান করে;
আকাশ ছুঁয়ে কোলাহলে জীবিত অথবা মৃত মন দ্যাখে
সমুদ্র ডি-হাইড্রেশন অতৃপ্ত বাসনায়,
স্রোত থেকে স্রোতে ঢেকে বহমান, হয়তো অস্তিত্ব সঙ্গোপণে
ভালোবাসার ধারা-উপধারা ক্রমাগত
অস্থির কালবেলায় ঝপাং ঝপাং শব্দে
পরিবর্তনে দাঁড় বেয়ে যায় এখানে;
একেই বলে হয়তো গ্লোবাইজেশন প্রেম।
নিশীথ সুর নাচে মাদল, গভীর নিত্য সৌরভে
আমি কিঙবা তুমি নিরন্তর হই অথবা নতুন আবাহন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



