প্রত্যুষে কোনো আকাশ আজকাল চোখে পড়ে না
কী নীলাভ, কী ধূসরÑ পাঠোদ্ধার হয় না আকাশের গায়ে লেখাগুলো
অনুবাদ হয়ে উঠে না, আশ্রিত হই অন্য’র নয়নে।
আমারও ঠিক দিন বাড়ি যায় উড়ো মেঘের সাথে।
এমন সকাল কী আমার জন্য হয়!
দিন কী রাতÑমনে হয় অচেনাবৃত;
তিমির ঘরে তিমিরে থাকি, শব্দগুলো ঠিক পৌঁছে না
কানে, অনেকদূরে শব্দগুলো, শোনা হয় না।
অচেনাই থাক শব্দগুলো।
আমারও ঠিক দিন বাড়ি যায় ভাসা তিমিরের সাথে।
বিশ্বাস! ঠিক দ্বন্ধ। দারুণ দ্বন্ধ হয় আজকাল।
চারপাশে এতো অবিশ্বাসের আক্রোশ-ফোনা !
ভুল শব্দে-ভুল বানানে বার বার ভুল উচ্চারণ আমার সবসময়।
ভুল করে ভুল পথেই চলা! ভুল করেছি জীবনভর।
এই বা নতুন কী। এ শব্দে পরিচিত আমি। তবুও প্রতিবার-ই নতুন,
সতত প্রতিদিন।
১৭ সেপ্টেম্বর ২০০৯, খিলগাঁও, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



