কবি-কমরেড ফারুক মুজাম্মেল হকের প্রতি
প্রিয় কমরেড, আজ আর লেফট-রাইট-লেফট নয়
আজ আমরা নমিত, সমবেত হয়েছি শোক জানাবার
অশ্রুসিক্ত হয়ে উঠেছি তোমার বিপুল কর্মযজ্ঞে,
সময় ছুঁয়েছে অনেক, হয়তো বার্ধক্য তোমাকে ছুঁয়ে গেছে,
তবুও মনে হয় এ তোমার যাওয়াটা অকালে, আমাদের দুঃসহ যন্ত্রণার
প্রিয় কমরেড, আজ প্রকৃতিও আমাদের সাথে নীল হয়ে আছে, হয়ে আছে
আমাদেরই শোকসঙ্গী
আজ যে বোধ তৈরি হচ্ছে, দারুন এক বিস্ময়ের, দারুন এক শূন্যতা তৈরি হয়েছে, এক বিশাল অন্তর্ভেদী শূন্যতা আমাদের।
সৃষ্টির বিচিত্র কোণে তুমি আলো ফেলো।
শরীরের কাছে পতিত হয়েছো তুমি, দেখে উঠেছি তোমাকে
তোমার রচনায়, অভিযাত্রা ও প্রণোদনায় এই আকস্মিক মৃত্যু
আজ আরো কতটা না উন্নত।
প্রিয় কমরেড,
কোথায় তুমি? এভাবে তোমার চলে যাওয়ার কথা ছিল না,
কথা ছিল এ বাংলায়
আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করবো,
শোষন মুক্তির লাল পতাকা উড়াবো।
প্রিয় কমরেড, আজ কোথায় তুমি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



