একটা সাধের গল্প বলি আয়,
এক নদীতে ভাসুক তরি গোপন নিরালায়।
চক্ষু বোজা আদর মাখি চাঁদের মোহনায়,
একটা শিতল রাত্রি পোহাই নীলাভ জোছনায়।
একটা দুঃখের কাব্য লিখি আয়,
একটা শোকের কাব্য লিখি স্মৃতি আয়নায়।
নোনা প্লাবন বইবে কত চোখের পাতায়
দুঃখ নদীর জলের ধারা সুখের অন্তরায়।
খুব গোপনে জাগছে পরান একটু কাছে আয়,
খুব করে আজ চাচ্ছে তোকে বুকের বারান্দায়
রাত জাগা এই রাত পাখি টা পুষবি নিরালায়
চোখের কোনের চকমকি জল মুছবি সহসায়।
চুপ করে যে যাচ্ছে সময় অসিম অজানায়
খুব করে রাখ সে সময় টা বুকের পিঞ্জিরায়
যখন আমার কাল ফুরাবে খুব প্রয়জন একটু সময়
বুকে জমা সেই আলো টা দিবি কি তুই একটু আমায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



