জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মানবাধিকার নিয়ে তাকে লেকচার দেওয়ার জন্য বুধবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে "পঁচা ভণ্ডামির" অভিযোগে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে মুগাবে যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগারকে বন্দি নির্যাতন শিবিরের সঙ্গে তুলনা করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বুশকে উদ্দেশ্য করে মুগাবে তীব্র ভাষায় বলেন, "তার হাত অসংখ্য জাতির নিস্পাপ রক্তে ভেজা। তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন ইরাক ও আফগানিস্তানে। এরপরও কি তিনিই মানবাধিকারের বিষয়ে আমাদের শিক্ষক?"
সাধারণ পরিষদে বুশের ভাষণের একদিন বাদে ভাষণ দেন ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা মুগাবে (৮৩)। বুশ তার ওই ভাষণে বেলারুশ, সিরিয়া, ইরান ও উত্তর কোরিয়া সরকারকে "নির্যাতনকারী প্রশাসন" হিসাবে অভিহিত করেন।
ভাষণে বুশ মুগাবের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে সরকারকে "স্বৈরশাসকসুলভ" সরকার হিসাবে অভিহিত করেন।
বুশের ভাষণ সম্পর্কে মুগাবে বলেন, "কি পঁচা ভণ্ডামি রে!"
তিনি বলেন, বুশ ইরাকের আবু গ্রাইব কারাগার এবং কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার গুয়ান্তানামোয় মানুষকে বন্দি ও নির্যাতন করেছেন।
সাবেক গেরিলা নেতা মুগাবে বলেন, "ওইসব বন্দিশিবিরে আন্তর্জাতিক আইন মানা হয়না।"
তিনি বলেন, "ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মৌলিক মতবাতগুলো পুনরায় লেখার প্রাথমিক দায়-দায়িত্ব যুক্তরাষ্ট্রের।"
বিচার ছাড়া গুয়ান্তানামোয় সন্দেহভাজনদের আটকে রাখা এবং জিজ্ঞাসাবাদ কৌশলের জন্য আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বুশ। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও বুশ দাবি জানিয়ে আসছেন যে, যুক্তরাষ্ট্র নির্যাতন করছে না।
মুগাবে বলেন, বুশ এবং তার মিত্র সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক যুদ্ধে যাওয়ার সময় জাতিসংঘকে "কোনো প্রকার তোয়াক্কা করেননি"। আর এখন বুশ বিশ্ব সংস্থাটিকে আহ্বান জানাচ্ছেন ইরাকে তাদের ভূমিকা স¤প্রসারিত করার।
মুগাবে বলেন, "সর্বশক্তিমান বুশ একটি উদ্ধার প্যাকেজ নিয়ে জাতিসংঘের কাছে ফিরে আসছেন। কারণ, তার নাক রক্তাক্ত। এর পরও স্বৈরশাসনের বিষয়ে তিনি আমাদের লেকচার দেওয়ার সাহস দেখিয়েছেন।"
জিম্বাবুয়ের বিরুদ্ধে কুৎসা রটানো এবং দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ব্রিটেন ও যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে বলেও ভাষণে অভিযোগ করেন মুগাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




