যারা আমার ব্যান খাওয়াতে খুশি হইসেন, তারা এই ফিরা আসা উপলক্ষে প্লাস দেন।
আর যারা দুঃখ পাইসেন, তারা দেন মাইনাস।
দিন তিনেকের রিজাল দেইখা ডিসিশান নিমু যে আসলেই একটা ভাল লোক হমু নাকি কারেন্ট অবস্থাই ঠিক আসে।
বিঃ দ্রঃ ১) ইবনুস সাবীলের সাথে ক্যাচালটা শেষ হইল না, এইটা আপশুশ। জমসিল ভাল।
বিঃ দ্রঃ ২) কারো কাছে কোন নিক আছে, যেইটা ওনার লাগবে না, আমাকে ধার দিতে পারেন এবং আমি ওই নিক ব্যান খাওয়াইলে এইটা নিয়া প্যান প্যান কইরা মাথা ধরাইবেন না।
বিঃ দ্রঃ ৩) ভাবনাহীন বাবু, আমি কোবতে একদমই বুঝি না। তারপরও মনে হইল যে আপনার কোবতেটা একেবারেই গান্ধা একটা জিনিস হইসে। একটা ভাল কোবতে লিখতে পারলেন না, ভাই?
বিঃ দ্রঃ ৪) জীবনানন্দদাশের ছায়া, আমি কোন মডেলের ছবি নিয়া বাজে কমেন্ট করলাম? একটু মনে করায় দেন তো প্লিজ। মহাবুবসকে নিয়া করসি, মাইনা নিতাসি। কিন্তু মহা তো মডেল না। আমার মনে হয়, আপনি অন্য কারো সাথে আমার কাহিনী প্যাচ লাগাইতেসেন। ভাই, আমার নিজের আকামই কম নাই, আবার আরেকজনের আকাম আমার ঘাড়ে ফেলার কি অর্থ?
বিঃ দ্রঃ ৫) আমার জান ববিতা আপনাদের সবার দোয়ায় এখন মোটামুটি সুস্থ। কিন্তু ডাক্তার একমাসের বেড রেস্ট নিতে বলসে।
এখন প্লাস-মাইনাস দেন সবাই মিলা।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




