
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হইছিল বিচারপতি শাহাবুদ্দিন কেয়ারটেকার সরকারপ্রধান থাকা কালিন।অথচ ঐ নির্বাচনে হেরে হাসিনা কয় 'সুক্ষ্ কারচুপি' হইছে।
যিনি কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করছেন তিনি-ই ক্ষমতায় আইসা তা বাতিল করছেন। উচ্চ আদালত হুদাই রং হেডেড বলে নাই। ১/১১ পরে আপায় আইসা মেয়র নির্বাচন দিলো,শুরুতে যা গ্রহনযোগ্যভাবে সুষ্ঠ ছিল, পরে মেয়র নির্বাচনে ধ্বস দেইখা আপায় টের পায়, আপায় যতই ভালো কাজ করুক নির্বাচন সুষ্ঠ দিলে সাধারন জনগন তারে ভোট দিবে না।ভাবটা এমন '' স্লা এতো ভালো কাজ করি তবুও ভোট পাইনা! যাহ তোদের ভোটই দিতে দিমুনা। শুরু হলো ভোট ডাকাতি। রাতের ভোট। দিস হেজ হেপেন্ড এন্ড ঊই লেট ইট হেপেন্ড।উই অল নো ইট। শেখ মুজিব, মুক্তিযুদ্ব ,৭১ এর চেতনার সাথে রাতের ভোট কিভাবে খাপ খায়?? ডাজ এনিবোডি কেয়ার? দালালেরা চেটে পুটে খেয়ে অগুনতি টাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বিদেশে হাওয়া। রেখে যায় নস্ট নদি, নস্ট রাস্তাঘাট, নস্ট শিক্ষা ব্যাবস্থা, নস্ট বিচার ব্যাবস্থা, আপনি খারায়া যাবেন আমি বহয়া দিমুর মত নস্ট দেশ।
ব্লগে লীগের হাফ উইটেড, বেহায়া, ল্যাংটা দালালেরা দেশকে সিংগাপুর করে দেখায়, বাট সিংগাপুরের মত একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে দেখাতে বলেন, দেখবেন আপনাকে অনেক রকমের অংক শিখাবে কিন্তু সিংগাপুর কেন তাদের বাপের দেশ ইন্ডিয়ার মতোও এক্টা সুষ্ঠ নির্বাচন করে দেখাতে পারবেনা। তাদের মুখে এক কথা অন্তরে আরেকটা,লীগের সব স্লা'র উল্টা খোমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


