যুবলীগের পাল্টা সমাবেশ আহ্বান : পল্টনে জামায়াতের মহাসমাবেশ নিষিদ্ধ ঘোষণা
আমারদেশ রিপোর্ট
আগামীকাল পল্টন ময়দানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। জামায়াতে ইসলামীর ডাকা মহাসমাবেশস্থলে যুবলীগ গতকাল হঠাত্ সমাবেশ ডাকায় পুলিশ পল্টন ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। জামায়াতের এ সমাবেশ পূর্বনির্ধারিত। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ ১৮ মে পল্টন ময়দান বরাদ্দও দেয়। কিন্তু আকস্মিকভাবে গতকাল সরকার এ সিদ্ধান্ত নেয়। পুলিশের এ নিষেধাজ্ঞার প্রতিবাদে মহানগর জামায়াতে ইসলামী রাতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেছে এবং অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল বেলা ২টায় পল্টন ময়দানে তাদের সমাবেশ হবেই। এরই মধ্যে সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা, জনসভার মাইক ব্যবহার ও প্রচার কাজে মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। পুলিশ বলছে, জামায়াতে ইসলামী ও যুবলীগ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা এই ব্যবস্থা নিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পল্টন ময়দান, দৈনিক বাংলামোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, শাপলা চত্বর, মুক্তাঙ্গন, ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে-বসে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামী জানায়, তারা গত ১৫ মে পল্টন ময়দান বরাদ্দ চেয়ে ক্রীড়া পরিষদে আবেদন করে। জাতীয় ক্রীড়া পরিষদ পল্টন ময়দান (আউটার স্টেডিয়াম) ব্যবহারের অনুমতি দিয়ে ১৮ মে ঢাকা মহানগর সেক্রেটারি বরাবর অনুলিপি প্রেরণ করে। ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি পুলিশ কমিশনার মতিঝিল, সচিব ক্রীড়া পরিষদ, পরিচালক অর্থ ও প্রশাসন, ক্রীড়া পরিষদসহ সংশ্লিষ্ট সব স্থানে অনুলিপি দেয়।
ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ ভাড়া বাবদ এক লাখ ৫০ হাজার টাকা পে-অর্ডারযোগে বুঝে নেয়, যার নম্বর ০০৩২২৭৫ (২৩ মে, ২০১০)। গত ২০ মে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসভার মাঠে ও প্রচার কাজে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর চিঠি, জনসভায় আসা গাড়ি পার্কিংয়ের অনুমতি চেয়ে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বরাবর চিঠি দেয়া হয়। এরপরও যুবলীগের সমাবেশ ডাকার অজুহাতে সমাবেশ নিষিদ্ধ করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





