
আমি জানি, রবি ঠাকুরের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে অনেক সমৃদ্ধ করেছে কিন্তু রবিন্দ্র মানসিকতা বাংলাদেশীদের করেছে চরম অপমানিত। রবিন্দ্রনাথ কখনো বিশ্বকবি ছিলেন না। যদি কেউ তাকে বিশ্বকবি বলে ও থাকে তবে সেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে কোন রাষ্ট্র থাকতে পারেনা। বংগভংগ থেকে ঢাবি প্রতিষ্ঠা,ইতিহাসের সব অধ্যায় আপনাদের জানা আছে। এত সংকীর্ণ মানসিকতার একটা মানুষ কিভাবে মুক্তমনা মানবতাবাদীদের আইডল হয় আমার বুঝে আসে না।
সাহিত্য জাতীর দর্পন। সাহিত্যের মাধ্যমেই জাতীর পরিচয় বিশ্বসভায় প্রকাশ পায়। আর যিনি সাহিত্য রচনা করেন তার চিন্তা-চেতনা, উদারতা-সংকীর্ণতা পাঠক মনে প্রভাব ফেলে।
তবু ও আমরা কেন এদেশ বিরোধী একজন লেখককে আমাদের প্রজন্মের আদর্শপুরুষ বানানোর জন্য উঠেপড়ে লেগেছি।
আজ যদি আমার দেশে কোন উচু তবকার সাহিত্যিক না থাকত তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত। কিন্তু দেশীয় লেখক পড়ে থাকতে আমরা ভাড়া করা লেখককে কেন সমাজে প্রতিষ্ঠা করব?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



