

আপনি সমাজসেবক অথবা দেশসেবক, মিডিয়ায় আপনাকে নিয়ে মাতামাতি হবে। আপনার বাচনভঙ্গি অথবা লেখনশৈলী অত্যন্ত চমৎকার, জাতীয় সব পদক আপনার গলায় শোভা পাবে। তবে শর্ত হচ্ছে, আপনার গায়ে পাঞ্জাবি-পায়জামা থাকতে পারবে না। আপনার গাল হতে হবে দাড়িশুন্য।
কারন, যাদের পোশাক আর চেহারা এই টাইপের হয়ে থাকে তাদের এই দেশে কোন মুল্য নাই। তারা মোল্লার দল। তাদের শিক্ষার কোন মুল্যায়ন হয়না, যদি ও তাদের লেখনী দেখে এদেশের কথিত শিক্ষিতরা হয়রান। (মাও: আবু
তাহের মেসবাহ সাহেবের লেখা পড়ার পর হুমায়ুন আজাদ এর অভিব্যাক্তি সবার জানা আছে)।
অনেকের ধারনা, পরিষদে কিংবা সরকারে মোল্লারা গেলে দেশ পিছিয়ে যাবে। তারা দেশের কিইবা উন্নতি করবে? যদি ও চোরের দলের কোটি কোটি টাকার চোরামি সবাই প্রত্যক্ষ করছে।
উপরের যেই ছবিগুলো দেখছেন সেখানে রাস্তা নির্মানে কর্মরতরা আপনাদের ভাষায় মোল্লার দল। একটা ক্বাওমী মাদ্রাসার ইসলামী আইন বিভাগের শিক্ষার্তীবৃন্দ। মোল্লারা শুধু মসজিদ-মাদ্রাসা নিয়েই পড়ে থাকেনা তাদের আরো অনেক কর্মক্ষেত্র ও আছে, উপরের ছবিগুলো তারই প্রমান বহন করে।
কিন্তু কিন্তু কিন্তু, যদি কোন আবাল উপরের ছবিগুলো দেখে মন্তব্য করে, " এখানে জংগীবাদের মহড়া চলছে" আমি অবাক হব না। আপনি???
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



