
সকল মা কিন্তু আগামী দিনের শাশুড়ি।
সকল সুস্থ বউ আগামী দিনের মা।
সকল মেয়ে আগামী দিনের বউ।
একটা মেয়েশিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধাপে ধাপে যদি সব সম্পর্ক গুলো পার করে আসতে হয় তাহলে এত দ্বন্দ্ব কিসের? কেউ যদি কারো জায়গা থেকে কোন ছাড় না দিতে চায় তাহলে সম্পর্ক গুলো কি করে টিকবে?
আমি বিয়ে করেছি ৪ বছর হল সম্পর্ক করে। বিয়ের পর থেকে প্রথম ২ বছর আমার মায়ের সাথে বউয়ের সম্পর্ক মোটামুটি ভাল ছিল। এরপর থেকে বউ কেন জানি আস্তে আস্তে আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলল। আমার বাবা মা গ্রামের বাড়িতে থাকে। বিয়ের পর আমার বউ আমার সাথে ছিল ৩ বছর। এরপর থেকে বউয়ের চাকরি সুবাধে সে আমার শ্বশুর বাড়িতে আছে। তাই এখন সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে আছে যে কথা বলা বন্ধ।
আমরা তিন ভাই। আমি মেজো। আমার বড় ভাই ও তার পরিবার আমার বাবা মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে । আমার বউয়ের সমস্যা হল আমার বড় ভাইয়ের বউকে নাকি আমার মা ভাল চোখে দ্যাখে তাকে দ্যাখে না।বড় ভাইয়ের বউকে অনেক কিছু দেয় তাকে দেয় না। আমার বড় ভাইয়ের এক ছেলে দুই বছর বয়স আমার এক ছেলে এক বছর বয়স। আমার মা বড় ভাইয়ের ছেলেকে বেশি ভালবাসে আমাদের ছেলেকে কম ভালবাসে। আরও বউ মনে করে তিন ভাইয়ের মধ্যে আমাকে নাকি সব চেয়ে কম ভালবাসে আমার মা।
যেহেতু চাকরির কারনে আমি আর আমার বউ দুই জায়গাই আছি তাই এই সমস্যা আর বেশি প্রকট হয়েছে। মা ও বউইয়ের মাঝের সেতু আমি। কিন্তু আমি তো দুইজনকেই সমান ভালবাসি। কি করে মিল করব জানি না?
অনেক চেষ্টা করেছি এখন করছি। কি আছে উপায়?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





