কাব্য করে বলতে কথা ইচ্ছে হয়
বলতে পারি না।
কাব্য করে ভাবতে ইচ্ছে হয়
ভাবতে পারি না।
তবু
কাব্য আমার হৃদয়ে আছে গাথা
কাব্য ছাড়া পাইযে আমি ব্যাথা
কাব্য আমার জীবন মরণ
কাব্য আমার সুখের স্মরণ,
কাব্য নিয়েই কাব্য করি সবসময়
কাব্য ছাড়া জীবন আমার পূর্ণ নয়।
কাব্যে আমার ভালোবাসা
কাব্য ছাড়া বাচার আশা
করছিনে।
কাব্য করেই মিথ্যে আমি
বলছিনে।
কাব্যে আছে অতীত যত ইতিহাস
বর্তমানেও কব্যের আছে বসবাস,
যত দালান, মুর্তি বানান গোচরে
কাব্য জানি থাকবে প্রতি বছরে।
কাব্য, জানি আছে তোমার
কাব্য, সেতো আছেই আমার
কাব্য যেন বাবাতি এক সম্পদই,
কাব্য ছাড়া তোমার আমার
চলছেনা যে কোন মতেই
কাব্য যেন তোমার আমার দম্পতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




