যোগাযোগ মন্ত্র্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন করার কাজ চলতি বছরেই শুরু হবে । খুব শিঘ্রই আস্তর্জাতিক দরপত্র আহবান করা হবে। আর এ জন্যে এডিবি’র অর্থায়নে এক হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শুক্রবার ১৪ মে২০১০ কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউজে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির এমপি, অধ্য মতিউর রহমান এমপি, অ্যাডভোকেট রেজা আলী এমপি, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া। এসময় এডিবি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর হেনস কার্লসন, চাইনীজ এম্বাসীর কমার্সিয়াল কাউন্সিলর লিন ওয়ে কিয়ান, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইফতেখার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ঢাকা-ময়মনসিংহ রেলপথের বেহার দশার কথা উল্লেখ করে বলেন, চারদলীয় জোট সরকার ও তত্ত্ববধায়ক সরকারের আমলের সাত বছরে রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। কোনো সংস্কার কাজ হয়নি। রেল লাইন তুলে ফেলা হয়েছে। বর্তমানে লাইন আর সিগন্যাল ব্যবস্থা খুবই খারাপ। তাই অচিরেই ঢাকা-ময়মনসিংহ রেলপথের সংস্কার কাজ শুরু হবে এবং আধুনিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে। এছাড়া কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণ কাজ এবং ময়মনসিংহ শহর বাইপাস সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





