ছায়াপথে আমার দিনগুলি ভালই কাটছিল। হটাৎ করে পৃথিবীতে চলে এলাম । ঢাকায় একটি ফ্লাটে উটলাম । রাতে মশারি ছারা ঘুমাতে গেলাম । আর তখনই বিপদে পড়লাম, মশার ঘ্যানঘ্যানানি আর কামরে ঘুম আসছিল না ।
তারপর শুরু হল ছারপোকার কামর । নিচ থেকে ছারপোকা কামরায় আর উপরে মশা । ওরা যেন উপরে নিচে প্রতিযোগিতায় নেমেছে ।
মশা চায় আমাকে উড়িয়ে নিয়ে যাবে আর ছারপোকা চায় আমাকে খাট থেকে নামিয়ে........ . .... .
সকাল বেলা ভাবলাম ছারপোকারা যদি টেনে না ধরত মশারা তাহলে আমাকে উড়িয়ে নিয়ে যেত ।
পরদিন ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে এলাম , কিন্তু কাজ হলনা ।
পশু ডাক্তারের কাছে গেলাম, ও ব্যাটা বলে কি পশু-পাখি বাঁচিয়ে রাখা আমার কাজ, মেরে ফেলা নয়।
ভাবলাম ওরা আর কিছুদিন বেঁচে থাকলে আমাকে..... ...... ..... ......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




