
ভুটান ঘুরে যখন ছবি তুলছিলাম । আর ভাবছিলাম ফিরে গিয়ে ব্লগে লিখবো । এসে দেখি, কি লিখব খুজে পাচ্ছি না ! কোথা থেকে শুরু করব ? কি করব ? তাই লিখা হচ্ছেনা, ব্লগে দেয়াও হচ্ছে না ।
অবশেষে বুঝলাম এতো লিখে কাজ নাই । ছবি ব্লগের জয় হোক । আশা করি পরে গুছিয়ে লিখতে পারলে ব্লগে লিখবো আপাতত ছবি ....
ঈগল চোখে ভুটানের বসতি ।

পারো এয়ারপোর্টে নামতে নামতেই চোখে পড়বে নদীর পাড় ঘেঁষা এই তারকা হোটেলটি ।

Tamchog Lhakhang Dzong bridg বা Iron Chain Bridge পারো থেকে থিম্পু যেতে যেতে সুন্দর এই ব্রিজ আর উপাসনালয় চোখে পড়বে ।

এমন ছোট ছোট ঝর্না পুরো ভুটানের রাস্তাময় ছড়িয়ে আছে ।

হিমশীতল পানি আর ভয়ানক সুন্দর স্রোত । চোখ জুড়িয়ে যাবে ।

বিকেলে থিম্পু শহরের সাথে পাহাড় আর সূর্যের লুকোচুরি খেলা ।

বিকেলে । অবসরে ।

এমন তোরন / গেইট প্রায়ই স্বাগত জানাবে ।

পুনাখা জং Punakha Dzong থেকে তোলা একটা বাড়ি / প্রতিষ্ঠানের ছবি ।

পাথুরে নদী ।

সুনিপুন ভাবে নদীর তীরে পাহাড়কেটে এভাবেই চাষের জমি তৈরি করে চলছে চাষাবাদ । সমতল ভুমি নাই বললেই চলে ।

রাস্তার আশেপাশে কখনো বা রাস্তার উপরেই এমন মন্দির অহরহ দেখা মিলবে ।

Dochula Pass দো – চুলা পাস। ছবিতে এর সৌন্দর্য বর্ণনা করা যাবে না ।

Dochula Pass দো – চুলা পাসের পাশেই একটা উপাসনালয় ।

Dochula Pass দো – চুলা পাসের স্তম্বগুলোতে বৌদ্ধের ছবি ।

খুব শীঘ্রই আরও ছবি আপলোড করবো ইনশাআল্লাহ্। যেমনটি বলেছিলাম পরবর্তী পোস্টে আরও বিবরণ সহ দিতে চেষ্টা করবো
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




