আমরা স্বামী-স্ত্রী ডাক্তার, উপজেলা হাসপাতালে চাকরী করি। ভালই আছি বলা যায়, শুধু নিজের ভিতর নতুন একটি অস্তিত্ব বেড়ে ওঠার সামান্য অসস্তি ছাড়া। তবে সকাল থেকে রাত অবধি রোগী নিয়ে ব্যস্ত থাকি বলে অনুভূতিগুলো একটু ভোতা, অনেকসময়ই অপ্রকাশ্য। আল্ট্রাসনো করব করব ভেবে অনেক দিনেও যাওয়া হয়নি।
অবশেষে গতকাল পরীক্ষা করালাম। সব ঠিক আছে। সনোলজিস্ট অনেকক্ষন ধরে দেখে বললেন, মেয়ে, এখন ওজন এক কেজি। এই ওজন নি্যে এতো নড়াচড়া? শুনেছি, বেশি নড়া বাচ্চারা নাকি খেলো্যাড় হয়। কি জানি!
বাসায় ফিরে আমার স্বামী ডাকলেন, ও মেয়ের মা। কেন জানি, মার কথা মনে পড়ল। আমিই কি মা? তাহলে যে আসছে সেই কি আমি? আবার জন্ম নেবো এই পৃথিবীতে! আবার শুরু থেকে শুরু!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





