ছোটবেলা ঈদ এলে ঈদকার্ড কিনতাম,
লালনীল পেন্সিলে তার উপর লিখতাম।
দশদিন আগে থেকে ভরতাম খামেতে,
চিঠি যেন পৌছায় অন্তত চানরাতে।
আরেকটু বড় হলে মোবাইল এল হাতে,
ঈদের এসএমএস পাঠাতাম সবার কাছে।
আজকাল কার্ড, মোবাইলের সাথে নেই সন্ধি,
ই-মেলে, ই-কার্ডে করি শুভেচ্ছা বন্দি।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





