আজকে সকাল থেকে চেষ্টা করার পর মাত্র শেষ হল ব্লগের আরেকটা আপডেট। এই আপডেটটি আমাদের সবার জন্যই খুব গুরুত্বপুর্ন ছিল । তাহলে বলা যাক কি আপডেট করা হল। এখন পোস্ট লেখার জায়গায় আপনি আপনার ইউনিকোড টেক্সট সরাসরি পেস্ট করতে পারবেন । কোন ট্যাগ লেখার দরকার নেই। ডিসপ্লেতেও সরাসরি ইউনিকোড দেখতে পাবেন ।
উদাহরণ হিসেবে বলা যায় ব্লগের এই পোস্ট টি (Click This Link) অনেকেই পড়তে পারছিলেন না হিজিবিজি দেখার কারনে, কিন্তু এখন পড়তে পারবেন ।
এর ফলে যারা ইউনিকোডে লিখে অভ্যস্ত তারা তাদের ইউনিকোড টেক্সট এখানেও লিখতে পারবেন এবং তাদের পুরোন ইউনিকোড ব্লগ থেকে কন্টেন্ট এখানে সরাসরি পেস্ট করতে পারবেন, নতুন করে আসকি তে লিখতে হবে না।
খুব শিঘ্রী বিজয়, ফোনেটিক লেআউট এর পাশাপাশি এদের ইউনিকোড ভার্সন লাগিয়ে দেব। তারপরে হয়তো একদিন দেখবেন পুরো ব্লগটাই ইউনিকোডে রূপান্তরিত হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


