নাকি কোনো অচিন পথিক পথের খোঁজে একলা হাটো ?
তুমি কি বলো চাঁদের সখী জোছনা মেখে করো স্নান ?
নাকি কোনো যাদুর বাঁশী সবুজ সুরের অবুঝ টান ?!
তুমি কি বলো জলের নদী ছায়া ফেলো গহীন জলে ?
দু'পায়ে ভাঙি অনন্ত পথ তোমার কাছে ফিরবো বলে।।
মন-দুপুরে বৃষ্টি এলে ছন্দে জাগে ঢেউ
তুমি কি সেই ঢেউয়ে ভাসা বৃষ্টিমাতাল কেউ ?
দূরের নীলে হাত বাড়ালে মনটা কাঁদে খুব
তুমি কি সেই নীলাম্বরী স্বপ্নে দাও ডুব ?!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১২ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




