বন্ধু তুমি কেমন আছো ?
বৃষ্টি হয়ে অবুঝ মাতাল নাকি রোদ্দুর হয়ে খুজছো সকাল ?
আঁধার হয়ে যাচ্ছো ভেসে নাকি জোছনা হয়ে উঠছো হেসে ?
কেমন আছো ? কেমন আছো ?
মন মাঝিটার বৈঠা হয়ে ঢেউয়ের তালে একলা নাচো
নাকি ঘাসের বুকে শিশির হয়ে রঙধনু রং স্বপ্নে বাঁচো ?!
কেমন আছো ? কেমন আছো ?
মেঘ হয়ে কি অনেকটা পথ
একলা একা দাওযে পাড়ি ?
রাত হয়ে কি ঘুমিয়ে পড়ো
দিনের সাথে নিয়ে আড়ি ?
চাঁদ হয়ে কি ইচ্ছেকরেই
সূর্যটাকে দাওযে ছুটি ?
গান হয়ে কি সুরের সাথে
ছন্দে মেলাও দারুন জুটি ?
মন মাঝিটার বৈঠা হয়ে ঢেউয়ের তালে একলা নাচো
নাকি ঘাসের বুকে শিশির হয়ে রঙধনু রং স্বপ্নে বাঁচো ?!
কেমন আছো ? কেমন আছো ?
........................................
বন্ধুরা সবাই কেমন আছো ? ভালোতো ? তোমাদের সবার জন্য ঈদের শুভেচ্ছা ।
আর ৫-৬ দিন আগের লেখা এই গানটাও তোমাদের জন্য !!
ভালো থেকো সবাই।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




