দুজনার ভালোবাসা আজ
ধোঁয়া ওঠা এক কাপ চা
ধোঁয়ায় ধোঁয়ায় দুঃখ বিলীন
প্রতি চুমুকে হয় যে বাঁচা ।
দুজনার ভালোবাসা আজ
নেশায় মাতাল এক কাপ চা
নেশায় নেশায় যায় যে দিন
প্রতি চুমুকে হয় যে বাঁচা ।
এক চামচ খুনসুটি দুই চামচ সুখ
গাঢ় লিকারে সারাই মনের অসুখ।
চনমনে স্বাদে জাগে দুটি হৃদয়
টুংটাং ছন্দে হয় যে নাচা !
এক চামচ অনুরাগ দুই চামচ হাসি
গাঢ় লিকারে মেশাই স্বপ্ন রাশিরাশি।
চনমনে স্বাদে জাগে দুটি হৃদয়
টুংটাং ছন্দে হয় যে নাচা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




