মেট্রিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা কেবল শেষ, হাতে আফুরন্ত সময়। তখন সিক্স-এ-সাইট এর খুব প্রচলন। সিক্স-এ-সাইট হল ছয় জনের ক্রিকেট, ছয় ওভারের খেলা, সবাই বল করে, সবাই ব্যাট করে । আমরা ছয় জনের দল ছিলাম, বিভিন্ন প্রতিযোগীতায় অংশ-গ্রহন করতাম। এমনি এক প্রতিযোগীতার ফাইনালে খেলতে গিয়ে অবাক হলাম, চারিদিকে অনেক দর্শক, সুসজ্জিত মাঠ। কারনটা বুঝতে দেরি হলো না , আয়োজক দল ফাইনালে আমাদের বিপক্ষ। খেলা শুরু হল, আমরা ফিল্ডিং পেলাম। আমি ছিলাম পেস বোলার, স্বভাবতই প্রথম ওভার আমি করব। আমি দুর্দান্ত ফর্মে ছিলাম, প্রথম তিন বলে তিন ইয়র্ক তিন উইকেট, আমি হ্যাট্রিক করলাম। উচ্ছ্বাসিত আমি দৌরে যাই ক্রিজের দিকে, অবাক হলাম আমার দলের কেউ মাঠে নেই, লেগ-আম্পায়ার আমাকে ইশরা করল পালানোর জন্য। আমি তকিয়ে দেখি, মাঠের সকল দর্শক লাঠি-বাশ নিয়ে ধাওয়া করছে, আমি উল্লাস রেখে প্রাণ হাতে নিয়ে পালাই।
আমার কোন দুঃখ নেই, কারন সেটা ছিল খেলা আর খেলার মাঠ। কিন্তু যখন, সন্ত্রাসী - দুর্নীতিকারীরা বেকসূর খালাস পাচ্ছে , কালোবাজারীদের সরকার কোটি কোটি টাকা ভুর্তুকি দিচ্ছে - সবই যেন চলছে নির্বাচন প্রতিশ্রুতি মোতাবেক ,এক দল তো ফার্স্ট বেঞ্চে সিট না পাওয়ায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কোটি কোটি মানুষের সম্ভাবনার স্বপ্ন যেন হাতের খেলা। যারা দেশের জন্য কাজ করে, তাদের ভাগ্যে বঞ্জণা।কিন্তু এমনটি হবার নয়। যারা ভাষার জন্য প্রান দেয়, স্বাধীনতার জন্য শহীদ হয়, তাদের আত্মত্যাগে আমি আশাবাদী হই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




