www.bdnewseveryday.com হলো বাংলাদেশে প্রকাশিত উল্লেখযোগ্য দৈনিক পত্রিকাগুলোর বিভিন্ন বিভাগের প্রধান প্রধান এবং সর্বশেষ সংবাদ শিরোনামের সমন্বয়ে গঠিত একটি অনলাইন সাইট। সর্বশেষ এবং উল্লেখযোগ্য সংবাদগুলো প্রকাশের সল্পতম সময়ের মধ্যেই তার শিরোনাম এখানে আপডেট করা হয়।
দৈনিক পত্রিকাগুলোর মতো www.bdnewseveryday.com এ সকল শিরোনাম গুলোকে কয়েকটি বিভাগে ভাগ করা হয়েছে, যেমনঃ মূল-পাতা, সম্পাদকীয়, সারা-বিশ্ব, খেলাধূলা, অর্থ-শিল্প-বাণিজ্য, প্রযুক্তি ইত্যাদি। যে কেউ তার পছ্ন্দ মতো বিভাগে প্রবেশ করে এক নজরে দেখে নিতে পারেন ঐ বিভাগে সন্নিবেশিত সকল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এছাড়াও মূল-পাতা সহ বেশ কয়েকটি বিভাগে দেখতে পারবেন সর্বশেষ সংবাদ শিরোনাম। পছন্দের শিরোনামে ক্লিক করে যে কেউ মূল পত্রিকায় তার পছন্দের সংবাদটিতে প্রবেশ করতে পারেন। য়েহেতু একই সংবাদ সহজেই বিভিন্ন পত্রিকায় পড়ার সুযোগ থাকছে তাই পাঠকের কাছে সংশ্লিষ্ট সংবাদের নিখুঁত চিত্র ফুতে উঠাও সহজ হবে। এর ফলে www.bdnewseveryday.com সুষ্ঠু জনমত গঠনে সহায়তা করবে বলে আমরা মনে করি।
www.bdnewseveryday.com এ শিরোনাম প্রিন্ট করতে ব্যবহার করা হয়েছে ইউনিকোড। সকল পত্রিকার শিরোনামগুলো একই ইউনিকোড ব্যবহার করে প্রিন্ট করা হয়েছে। এর ফলে বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ার জন্য আলাদা আলাদা ফন্ট ইনস্টল করার প্রয়োজন নেই। যে কোনো একটি ইউনিকোড-সাপোর্টেট ফন্ট ইনস্টল করা থাকলেই পড়া যাবে www.bdnewseveryday.com। এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারে পড়ার জন্য কোনো ফন্ট ইনস্টল করারও প্রয়োজন নেই।
বিশেষ ধন্যবাদ প্রথম-আলো, ইত্তেফাক, আমার দেশ, মানব জমিন,নয়া দিগন্ত,ভোরের কাগজ,যুগান্তর, আমাদের সময়,ডেসটিনি,সমকাল,দিনকাল,সংবাদ,যায়যায় দিন, BBC বাংলা, bdnews24.com, The Daily Star ও The New Nation পত্রিকাকে। যাদের সংবাদ ছাড়া www.bdnewseveryday.comএর অস্তিত্ব কল্পনা করা যেত না। সামনের দিন গুলোতে আমরা আরও নতুন নতুন পত্রিকা আপনাদের কাছে উপস্থাপনের আশা প্রকাশ করছি।
www.bdnewseveryday.com সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছে। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও গঠন-মূলক সমালোচনাই হবে আমাদের সামনে এগিয়ে চলার প্রেরনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




