তিন মাস পর অসহ্য বোধ হলে নিরুপায় বীথি ঘটনাটি পরিবারের লোকদের জানায়। চাচাতো বোনের অপমানের কথা মামুনের কানে যায়, মামুন প্রতিবাদ করার সিদ্ধান্ত নেয় ...
মামুন ঘটনাটি উপেক্ষা করতে পারত, করেনি ... কারণ গুলিস্তানের আন্ডারপাস মার্কেটের সামান্য মোবাইল মেকানিকের প্রাণটি ছিল মহৎ। সে খুব ভালো করেই জানত যে সোহাগ একা নয়, ওর পিছনে রয়েছে বিরাজমান অশুভ রাজনীতি খল সব জনমানুষ ..
ছেলেটা প্রতিবাদ করতে গিয়েছিল।পরিনতি হল ছেলেটার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারানো।নির্মমভাবে ছেলেটাকে মেরে ফেলল সেই পশুগুলো যাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল---
এভাবে আর কত অকাল মৃত্যু, আর কত পরিবারের আহাজারি, আর কত বোনের নীরবে চোখের জল ফেলা, আর কত প্রেয়সী বা স্ত্রীর আড়ালে বুক চাপড়ে চোখ ভাসানোর দৃশ্য দেখার পর আমাদের মধ্যে একটু মানবতার উদয় হবে?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





