ফাও খাবার না পেয়ে ছাত্রলীগের হামলা
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববদ্যিালয়ের ক্যাণ্টিনে ফাও খাবার না পেয়ে ক্যান্টিনের সহকারী ম্যানেজারকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীরা। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
প্রত্যাদর্শীরা জানায়, বিকাল পৌণে ৩ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ গ্রুপের কর্মী রাজন, সোহান ও সেতু ক্যান্টিনে খেতে যায়। তারা ক্যান্টিনের এক বয়কে ফাও খাবার পরিবেশন করতে বলে। তবে ক্যান্টিন বয় টাকা পরিশোধ করে তাদেরকে টোকেন সংগ্রহ করতে বলেন। এসময় ওই ছাত্রলীগ কর্মীরা ক্যান্টিনে উপস্থিত সহকারী ম্যানেজার আলতাফকে ডেকে পাঠান এবং ফাও খাবার দিতে বলেন। কিন্তু পর্যাপ্ত খাবার নেই জানিয়ে আলতাফ ছাত্রলীগ কর্মীদের খাবার দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত ছাত্রলীগ কর্মীরা তাকে বেধড়ক মারধর করেন।
এ ঘটনার জের ধরে বিকাল ৩ টায় ছাত্রলীগ আহ্বায়ক সাইফুল গ্রুপের আরো ২০-২৫ জন কর্মী আবারো ক্যান্টিনে হামলা চালায়। এসময় ক্যান্টিনে ভাংচুর চালিয়ে তারা খাবার ছিনিয়ে নিয়ে যায়।
এব্যাপারে ক্যান্টিনের সহকারী ম্যানেজার আলতাফউদ্দিন জানান, ক্যান্টিনে পর্যাপ্ত খাবার না থাকায় আমরা খাবার দিতে অস্বীকৃতি জানালে তারা এ হামলা চালায়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ক্যান্টিনে বিশৃঙ্খলার ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




