তার মানে তুমি এমনই ছিলে
শতাব্দীসেরা অভিনেতা বা মীরজাফর বা মুশতাকের প্রেতাত্মা
খুঁপড়িতে বসে শিকারের জন্য বসে থাকতে
ওত পেতে থাকতে আশীবিষ নিয়ে
আর শিকার এলেই জাপটে ধরতে.....
তার মাসে তুমি এমনিই ছিলে
শিক্ষা তোমার অন্তরকে মানবিক করতে পারেনি এইটুকু
বা আদৌ কোন শিক্ষা নেই তোমার
সন্ত্রাসীই ছিলে তুমি, আতঙ্কই তোমার মূলমন্ত্র
তাই তুমি লক্ষণসেনের দরজাটুকু ভেদ করতে পারোনি এতদিন
এখন দুয়ে দুয়ে পাঁচ হয়েছে
তাই পেরেছ কিছু
যুক্তি বুঝ না তুমি, নেশায় থাক বুঁদ হয়ে
সবাই যখন ব্যস্ত আবীর খেলা নিয়ে
তুমি তখন ব্যস্ত বারুদের কারুশিল্প নিয়ে...
মানি তুমি অনেক কিছু
জানি তোমরা বিষাক্ত
তবে শীতকালের হাইবারনেশনটাও একটুকু মনে রেখ...
তার মানে আমরা ঠিক ঠিকই ভুল ছিলাম
আলোর পথের যাত্রী ভেবে সাথে ছিলাম ঠিকমত
কিন্তু তোমরা অন্ধকারের কীট তা "কেবা জানত"?
নরক তোমাদের অভয়ারণ্য সম্ভিতটুকু ফিরে এলো শেষবার....
জানি তোমার ফণি উঁচু
মারপ্যাঁচ বুঝ ভাল
"তবু মনে রেখ"
শ্রাবণের সেই ছবিরাও একসময় কথা বলে......
এমনও দিন আসে
প্রকৃতির মায়াজালে
দুয়ে দুয়ে চার হলেই
হারায় তোমার অস্তিত্বটুকু......
ঢাকা
৩০.০৮.২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



