প্রতিটাক্ষনে আকড়ে ছিলে প্রতিটা সময়
নিগুঢ় আলিঙ্গনে ক্ষণিকের ভালবাসায়
কখনোতা একেবারেই শুকনো পাতার মতো
পদতলে যার স্থান ছিল
জমা শেওলারা চেয়ে আছে অপলক
তোমার ভালবাসায় মৃত হৃদয়টি
সময়ের টানাপোড়ন এখন সবই মৃত
আমার মৃত ভালবাসা ছুয়েছিলো বহু আগে
পাপগুলো আজ কেঁদে মরে
ভালবাসায় শুধু অতৃপ্ততা থাকে
কিন্তু পাপের অভিসন্ধি কি থাকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




