আকাশের পাশাপাশি বসেছি অস্তাচল সাক্ষী
শুস্ক হৃদয়ের বান ভেঙ্গে অনেকটা অসময়ে
পূর্নতায় যে মন দিয়েছিলো তার সন্ধান আজ মেলে না
অধৈর্য প্রতীক্ষা আলোকে ছুয়ে যেতে যায়
যে বসে আছে আলোর উঠানে।
এই মাদলতা,অশান্ত প্রকৃতি অসহ্য
নিশুতি রাতের স্তব্ধ ঝিঁ ঝিঁ ডাক
নির্ঘুম রাতের কাব্য পড়ে আছে মেঝেতে
নিঝুম একাকী মিশে আছে অনেক দুরে।
পূর্বলোকের ঠিকানা কেউ রেখে গেছে কি?
মহাকাল!!! তুমি অনড়,নিশ্চুপ। কেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




