ফিরিয়ে দিয়েছ মূল্যহীন জীবন
হেরে গেছি নবজীবনের কাছে
আলোকিত আলোয় জাগরিত হয় নবজীবন।
ফুলগুলো ফুটুক ভরে যাক বাগান
বসন্ত সাড়া দিক আবার এ যেন সমুদ্র
নি:শ্বাসের জাগরন ভরে উঠুক সকল প্রাণে
পৃথীবির উত্তাপ হিমেল হোক
উচ্ছাসে ভরে যাক অরুপ জীবন।
ভুলগুলো শুদ্ধ হোক ভালবাসা আসুক
নব সৃষ্টি হোক আমার এই পৃথিবীতে
আঁকড়ে ধরবো সব কিছু অরুপের দ্বারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




