শূন্যতা আর হয়না সহন আপন মানুষ পর হলে
শূন্যতার মাঝে দু:খ আসে অশ্রুশিক্ত নয়ন
শূন্যতা তুমি অভাগা তাইতো দুখন্ড করো মানুষকে
শূন্যতা তুমি ছুঁয়ে যাও আমাকে, সত্যকে পুরন করো।
প্রদীপ জ্বেলে ছোট্ট ঘরে একাকী পোহা যায়
দুরের নীল কাছে এলে সুন্দর আভা দেয়
জোনাকী রাতে একাকী পুকুর ঘাটে জলে নিমগ্ন কেও
জানালা খুলে বিকেলের হাওয়ায় কৈশোরে হারিয়ে যাওয়া।
ভালবাসার দ্বারে ছুটেছি অনেক হয়তবা কিছু পেয়েছি
আবারো ভালবাসা পাবো ওই যুবকের মতো
জীবন যুদ্ধে পরাজিত হবো না
তাই তো আজ সংগ্রামী চোখ আমার।
সত্য তুমি সুন্দর বরন করো
পৃথিবীতে সত্য'র সুন্দর চাইছে সবাই
সত্য তুমি মিছিলের বজ্র কন্ঠ হবে
সত্য তুমি মানুষের ভালবাসা পাবে
সত্য'র চোখ চাইবে না কোনো প্রতিহিংসা
সত্য'র আলো দিয়ে করবে ভালবাসা।
* শ্বাশত সত্য'র সুস্থতা কামনা করে ছোট্ট একটি কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




