রাত্রির বারোটা বাজিয়ে মাঝেমাঝে ভাবি
কড়া নাড়ি অকাতর
ঘুম ভেঙে যাক
একটা দুটো করে বিরক্ত আলো
আবার মুখ দেখাক প্রতি জানলায়
এভাবেই ভেবে নেওয়া যায়
আগামী বছরে তোমাকে লিখবো চিঠি
গোপনীয় খামে
আগোছালো ভালোবাসা গোছানো ভাষায়
যেখানে ফুলের নাম শুধুই গোলাপ
প্রলাপের নাম প্রেম
যেমন প্রেমের নাম বাসাবাড়ি
ভেবে নিতে পারি কৃষ্ণচূড়ার বাসা
বাঁধানো ছবিতে
মৃদু হাসি, পাশাপাশি
নীল জামদানি
আমি জানি ঐখানে থামিয়েছো সবই
টুকরো কবিতা আর ফিকে জলছবি
এখন ঘুমের রাত
মাঝেমাঝে ভাবি কড়া নাড়ি
[সাগরনীল]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




