গোটা কয়েক ছত্র, তাতে উপরি কিছু আবেগ
কবিতা হয় নি হে কবিয়াল
বুকের পাঁজর ছুয়ে মস্তিস্কে বন্দী কিছু বেদনা
দক্ষিণা বাতাসে উড়িয়ে দাও বরং
সাদা কাগজে বেধে রেখ না।
মদ ছুয়ে দ্যাখনি কখনো, ন্যাকা হে তুমি
মদ জুয়া জেল নাই তোমার
কিসের হে তুমি কবি
স্মরণ কর মির্জা গালিব
প্রেয়সীর চটির আঘাত পায় নি যে
কবিতায় আঁকবে সে কোন ছবি।
বুকের ভিতর অক্ষম কিছু নোনা জল
ব্যস্ত ফুটপাতে মিশে যায় প্রতিদিন
তারও বহু আগে একবার
বেদনারা করেছিল পণ
কবিতার সাথে থাকবেই তারা চিরদিন।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



