কে কথা কয় বুকের ভিতর
মনের আলো নিভিয়েছি এক ফুঁৎকারে
দেখিতে পাইনা তাই গহীন অন্তর
তবু টের পাই কে যেন কথা কয়।
রাত্রির গভীর অন্ধকার ফুঁড়ে
তার কথা যেন জোনাকির আলো
আঁধার তবু বেড়েই চলে ক্রমশঃ
বুকের ভিতর গহীন কালো।
যে কথা কয়, সে বোঝে না সময়
সকাল, দুপুর কি মধ্যরাত
তারস্বরে করে চলে আবেগের বাঁধে ক্ষত
পাঁজরে পাঁজরে ধ্বনি বাজে তার মত।
কে যেন বার বার ভেঙ্গে দেয় নীরবতা
হঠাৎ আবার সব স্তব্ধ নীরব
তন্দ্রাচ্ছন্ন মনে ঘুম ঘুম দুপুর
আবার কে যেন কথা কয়
বুকের ভিতরে গহীন অন্তর।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



