
৩ জানুয়ারী সেই যে বিশ্বকাপের টিকেটের ভাউচারটা পেলাম তারপর শুধুই অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা


।। কবে টিকেট হাতে পাবো।।তার পরে শুনতে পেলাম আজ নাকি আমাদেরকে আসল সোনার হরিণিটা মানে বিশ্বকাপের টিকেটটা দেওয়া হবে !!!ভাবলাম টিকেট কাটতে নাহয় দুইদিন লাইন ধরতে হয়েছিলো,কিন্তু আজ হয়তো তেমন কিছু করতে হবেনা,তাই ধীরে সুস্তে দপুর ২ টায় গেলাম টিকেট নিয়ে আসতে।। কিন্তু গিয়ে তো চক্ষু চড়কগাছ


!!!এ কি !!! টিকেট তুলতেও এতোবড় লাইন !!!আমাদের আগে কমপক্ষে ৫০ জন দাঁড়িয়ে ছিলো।।গোটা রাজশাহী বিভাগের ১৭ টি জেলার সব টিকেট নাকি এই একটি মাত্র বুথে দেওয়া হচ্ছে।।যাই হোক,আমি আর আমার আর এক বন্ধু লাইনে দাড়ালাম।।এমন সময় মনে পড়লো আরি !!! আমি তো জাতীয় পরিচয় পত্র আনিনি


!!! ঝামেলা আর কি।। তখন এক বন্ধু বললো বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দিয়ে নাকি টিকেট পাবো।।থেকে গেলাম লাইনে।। কিন্তু যখন বুথে ঢুকলাম,তারা আমাকে বলে যে আমাকে আমার জাতীয় পরিচয় পত্র না দিলে টিকেট দিবেনা !!! ঝামেলার উপর ঝামেলা হলো তখন প্রায় বিকাল শেষের পথে,ব্যাঙ্ক বন্ধ হতে বেশি বাকী নেই।।



দৌড় শুরু করলাম বাড়ির পথে।।বাড়ি থেকে পরিচয় পত্র নিয়ে ব্যাঙ্কে এসে দেখি লাইনে কেউ নাই !!!সবাই টিকেট নিয়ে কেটে পড়েছে !!!বিশ্বজয়ীর মতো (???


) হেলে দুলে সরাসরি ঢুকে গেলাম টিকেট আনতে।।কোনো ঝামেলা ছাড়াই টিকেট কাটা শেষ হলো।।টিকেট দেখে একটু হতাশই হলাম।।ভেবেছিলাম খুব জাক জমক পুর্ণ,সুন্দর কাগজে,চোখ ধাধানো একটা টিকেট হবে।।কিন্তু টিকেটের ডিজাইন নিতান্তই মামুলী মনে হলো।।কিন্তু তাওতো বিশ্বকাপের টিকেট!!!



সামনের দিক।।

অপর পার্শ্ব।।
শীতের রাতে বন্ধুদের ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে জেগে থাকা>সকাল থেকে বিকাল পর্যন্ত আমার লাইনে থাকা>বিকালে টিকেটের ভাউচার হাতে পাওয়া>তার পর থেকে অপেক্ষা>আজ মেলা দৌড়া দৌড়ি করার পরে অবশেষে টিকেট হাতে এসে পৌঁছালো।।টিকেট হাতে পেয়ে যে কি অনুভুতী ,তা বলে বোঝানো যাবেনা।। যাই হোক,টিকেট কাটার পরেই আমি আর আমার বন্ধু দৌড়ালাম ক্লেমন বিগ ব্যাটে বাংলাদেশ দলকে বিইইইইইইইগ উইশ করতে।।উইশ করা হলো।।

বিগ ব্যাট।। বিশ্বের দ্বিতীয় বৃহত্তমো ব্যাট নাকে এইটা !!!
এখন কি আর করার।। অপেক্ষা।। আরো অপেক্ষা।।তার পর ২৫শে ফেব্রুয়ারী শেরে বাংলাতে আয়ারল্যান্ডের বিপক্ষের খেলা দেখতে যাবো> বাংলাদেশের একটি জয় নিজের চোখে দেখবো বলে আশা রাখছি।।


আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারত কে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করতে করতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।।



সাকিব,তামিমরা আয়ারল্যান্ডকে উড়িয়ে দিবে।।আর আমরা তার স্বাক্ষী হবো !!!
বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা রইলো ।।