মনটা খুব খারাপ।।কতো আশা ছিলো।।... ...
দুই দিন লাইনে দাঁড়িয়ে টিকেটের রিসিপ্ট পাওয়া,এক দিন লাইনে দাঁড়িয়ে টিকেট হাতে পাওয়া,লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকেট কেটে খেলা দেখতে যাওয়া,খেলা দেখা।।অতোঃপর ... ... না যা ভাবছেন তা না।। আমি খুবই ভাগ্যবান।।যে খেলা দেখতে এতো কষ্ট করেছি,তা জিতে এসেছি।। তার জন্য কোনো গর্ব নাই কিন্তু আছে কিছু উষ্ণ স্মৃতী।।আয়ারল্যান্ডের সাথে খেলাটা শেরেবাংলার গ্যালারীতে বসেই দেখেছি,দেখেছি কি ভাবে দর্শক একটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে,দেখেছি কি ভাবে আমাদের টাইগাররা ঘুরে দাড়াতে পারে।।ঢাকা থেকে ফিরেই চেয়েছিলাম একটি ছবি ব্লগ লিখবো,বাংলার টাইগারদের বিজয় গাথা নিয়ে !!!
কিন্তু পারিবারীক কাজে আবার রাজশাহীর বাইরে যেতে হয়।।সেখানে থেকেই দেখলাম আমাদের টাইগারদের ৫৮ রানে ধরাশায়ী হবার ঘটনা ।।মনের দুক্ষে আর লিখা হলোনা ব্লগটা।।তারপরে ইংল্যান্ডের বিপক্ষে তার পরেই নেদারল্যান্ড কে হারিয়ে আমাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জাগিয়ে তোলা।।অপেক্ষা ছিলো ওয়েস্টইন্ডিজ কিছু একটা করতে পারবে।।আশা জাগিয়ে শেষ পর্যন্ত আমাদের নিরাশ করলো তারা।।শুরু থেকেই দক্ষিন আফ্রিকা খুব ভালো খেলে আসছিলো,তারাও আমাদের জন্য কিছু করতে পারেনি,সহজে জেতার মত ম্যাচটা তারা ইংল্যান্ডকে দিয়ে দেয়।।
আসলে ভাগ্য বলে একটা কথা আছে।।ঐ ভাগ্যটার অভাব ছিলো আমাদের গোটা বিশ্বকাপ জুরে (ইংল্যান্ডের বিপক্ষের শাফিউলের খেলাটার কথা বাদ দিলে)।। তা না হলে কি এতো কিছু আমাদের বিপক্ষে যায়???
*১.হারতে হারতে শেষ মুহুর্তে ভারত ইংল্যান্ডের বিপক্ষের খেলাটা জিততে গিয়েও জিততে পারলোনা।।(অবশ্য এটার ফল তেমন একটা গুরুত্বপুর্ণ না)
*২.সাফল্যের তুঙ্গে থাকা দক্ষিন আফ্রিকা মামুলী একটা রান তাড়া করতে গিয়ে হেরে বসলো ইংল্যান্ডের বিপক্ষে।।
*৩.মাত্র ২২ রান দরকার হাতে ৪ উইকেট আর ৮ ওভার।।কে ভাবতে পেরেছিলো ওয়েস্টইন্ডিজ এই অবস্থা থেকে হারতে পারে!!!কিন্তু তাই ঘটেছে।।
পরের দুইটা ঘটনার একটাও যদি আমাদের পক্ষে আসতো,”বি” গ্রুপের সমীকরনটা অন্য রকম হতে পারতো।।এই দিক থেকে এই বিশ্বকাপের সব থেকে ভাগ্যবান দল হলো ইংল্যান্ড।।
গড় বয়স যাদের মাত্র ২২।।১৫ জনের একটি ছোট্ট দল।।এই ২২ বছরের ১৫ জনের উপরেই গোটা জাতীর ১৬ কোটি মানুষের কতো প্রত্যাশাই না ছিলো !!!আমাদের জয়ের জন্য যা যা দরকার সবই ছিলো,শুধু ছিলোনা সামনে থেকে নেতৃত্ব দেবার মতো অভিজ্ঞ কোনো খেলোয়াড়।।একটু কল্পনা করুন তো এই দলটি যদি আগামী ৪ বছর এক সাথে খেলে,তাহলে এদের গড় বয়স হবে ২৬।।তারা হবে আরো পরিপুর্ণ,চাপ নেবার মতো মানষীক ভাবে প্রস্তুত।।ধরুন তার পরের বিশ্বকাপে তাদের ৩ জনও যদি থাকে যারা হবে অভিজ্ঞ,সামনে থেকে নেতৃত্ব দেবার মতো।।এমন কাওকেই তো আমরা এইবার মিস করেছি।।দলের চেহারাটাই তখন অন্যরকম হয়ে যাবে।।এই কারনেই অস্ট্রেলীয়া দলে ব্রেট লি কে আনা হয়েছে।। আপাততঃ অতোদুরে না তাকাই ।।
আমাদের মিডিয়া কেমনজানি হয়ে যাচ্ছে।।আমি বলতে চাই আমাদের মিডিয়া অনেকটা ভারতের মিডিয়ার মতো হয়ে যাচ্ছে।।তারা সুযোগ পেলেই সমালোচনায় মত্ত হয়ে ওঠে।।এই দলটা যে শুধু হেরেছে তা না,তারা ৩ টা খেলাতে জিতেছে।।হ্যা এটা বলতে পারি যে যে তিনটা হেরেছি তা খুব বাজেভাবে হেরেছি।। কিন্তু শুধু খেলোয়াড়দের দোষ দিয়ে কি লাভ??? মাশরাফিকে আমরা খুবই মিস করেছি বোলিংএ।।মাশরাফি হয়তো ভারতের বিপক্ষের ম্যাচটাতে খেলতে পারতোনা,কিন্তু তার পরেইতো ও খেলার জন্য ফিট হয়ে গেছিলো।।তাকে নাজমুলের জায়গায় নিলে কোনো মহাভারত অশুদ্ধ হতোনা,কারন নাজমুল গোটা সময়টা জুরে মাঠের বাইরেই ছিলো।।যাই হোক।। যা হবার হয়ে গেছে।।
বিশ্বকাপ শুরুর আগে আমাদের হিসাব ছিলো,আয়ারল্যান্ড,নেদারল্যান্ড কে হারাবো আর কোনো একটা বড় দলকে হারালে আমরা কোয়ার্টার ফাইনালে উঠে যাবো।।আমাদের সেই টার্গেট কিন্তু পুরন হয়ে গেছে।।আমরা ৩ টা জয় পেয়েছি।।ভারত শেষ ম্যাচটা জিততে পারলে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারবোনা নেট রান রেটের জন্য,যা অনেকটা ভাগ্যও বলা চলে।।ক্রিকেট খেলাটা খুব একটা দেখা হয়ে ওঠেনা।।যেখানে বাংলাদেশ সেখানেই আমি।।তাই আমার জন্য বিশ্বকাপ শেষ।।এখন শুধু বলতে চাই শিরোপাটা যেনো এশিয়াতেই থাকে।।শ্রীলঙ্কা,পাকিস্তান ও ভারতের জন্য শুভকামনা থাকলো।।
আগামী মাসে আস্ট্রেলীয়া বাংলাদেশে আসছে।।তাকিয়ে আছি সেই দিকে।।মনে আশা বাংলার টাইগারেরা আবার জ্বলে উঠবে।।সবার কাছে প্রত্যাশা তারা হয়তো দুইটি খুব খারাপ ম্যাচ খেলেছে যা মেনেনেয়ার মতো না।।কিন্তু আমাদের তাদের পাশে থাকতে হবে।।আশা করছি বাংলাদেশের টাইগারেরা আবার নিজেদের আত্মবিশ্বাসটা ফেরত পাবে।।জয়ে হোক পরাজয়ে হোক সব সময় আছি বাংলাদেশের পার্শ্বে।।হাজার হোক দলতো আমাদের একটাই।।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




