মাইকে স্টেশন মাস্টারের কন্ঠে ঘোষণা অপেক্ষমান সকল যাত্রীদিগকে আলোড়িতো করিয়া গেলো !!! ট্রেইন আসিতেছে ... আর মাত্র ১০ মিনিট !! ট্রেইন থামিবে ৩ নং প্লাটফরমে !!!
ডুমুরের পুষ্প হইয়া যাওয়া ট্রেইনটিকে স্বচক্ষে দেখিবার নিমিত্তে জনতার স্রোত যেনো আর আপেক্ষা করিতে পারিলোনা ।। কূল ভাঙ্গা ঢেউওয়ের ন্যায় জনতা ৩ নং প্লাটফরমে ভিড় বাড়াইতে লাগিলো।।আবস্থা দেখিয়া মনে হইতেছে ট্রেইনে যেসকল যাত্রী আসিতেছে সুদুর ঢাকা হইতে তাহাদিগকে ট্রেইন হইতে নামিতে দেবার সময়টুকুও তাহাতিগর নিকটে নেই !!!৫ নং প্লাটফর্মে আমরা কয়েকজন একেলা পড়িয়া রইলাম ।।
ঘটনাটি রাজশাহী রেইল স্টেশনের রাত্রী ১.৪৭ ঘটিকার কথা।। কিন্তু সকল কিছুর সুত্রপাত হইয়াছে রাত্রী ৯ ঘটিকার সময়েই !!!
রাজশাহী হইতে ঢাকা গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেইনটির রাজশাহীতে পৌছুবার কথা রইয়াছিলো রাত্রী ৯ ঘটিকার সময়,তথাপী ৯ ঘটিকার সময়ে ট্রেইনটি তখনো টাঙ্গাইল অতিক্রম করিতে পারেনাই শুনিয়াই বুঝিয়াছিলাম আমাদিগোর কপালে দুঃখ রইয়াছে !!!
১১.২০ ঘটিকার সময়ের ট্রেইন ধরিবার নিমিত্তে আমরা বাড়ি ছাড়িলাম রাত্রী ১ ঘটিকায়।। পথীমধ্যে ইলশে গুড়ি বৃষ্টিতে ভিজিতে ভিজিতে আমরা যখন স্টেশনে আসিয়া নামিলাম স্টেশনের একটি ঘড়িতে তখন সময় বলিতেছে ১.২৯ ও অপর ঘড়িতে ১.৩১।। দ্বীধান্বীত হইয়া পড়িলাম কোন ঘড়িটি সঠিক সময় দিতাছে তাহা লইয়া!!
ধুমকেতুর লাগিয়া বরাদ্দ করা ৫ নং প্লাটফর্মে আপেক্ষার প্রহরের শুরুতেই স্টেশন মাস্টারের ঘোষণাঃ ট্রেইন ১০ মিনিটের মাঝেই আসিয়া তাহার উপস্থিতির জানান দিবে।। আহাঃ আমরা সহ সকলেই হাফ ছেড়ে বাঁচিলাম।।বেশিক্ষন অপেক্ষা করিতে হইতেছে না তাহলে ।। কিন্তু হায় ১৫ মিনিট অতিবাহীতো হইবার পরেও ট্রেইনের কোনো দেখা নাই !!! আমি বুঝিলাম ধূরন্দর স্টেশন মাস্টার আমাদিগকে মুলা খাওয়াবার লোভ দেখাইয়া আটকাইয়া রাখিয়াছে ।।
১৫ মিনিট অতীবাহীত হইবার পরে আবারো স্টেশন মাস্টারের ঘোষনাঃ কিয়তক্ষন পরেই ট্রেইন ৩ নং প্লাটফরমে আসিয়া দাড়াইবে,অতোপর ট্রেইনটিকে মেরামত খানায় লইয়া যাওয়া হইবে দলাই-মলাইয়ের জন্য এবং তাহার ১০ মিনিট পরেই ট্রেইন আসিয়া ৫ নং প্লাটফর্মে অবস্থানকারী যাত্রীদিগকে লইয়া রাজধানী অভিমুখে যাত্রা শুরু করিবে !!!
ট্রেইন ৩ নং প্লাটফর্মে দাড়াইবে শুনিয়া যে সকল (প্রায় সবাই) যাত্রীরা ৫ নং প্লাটফরম ত্যাগ করিয়াছিলো তাহারা আবারো ৫ নং এ আসিয়া জটলা পাকাইতে লাগিলো !!!ঠিক তখনই দেখি ট্রেইন তাহার রাজকীয় ভঙ্গীমায় ৩ নং প্লাটফর্মের দিকে আসিতেছে !!!
১০ মিনিটের মাঝেই ট্রেইনটির মেরামত খানায় যাওয়ার কথা থাকিলেও ৩০ মিনিট অতিবাহীত হইবার পরেও তাহা নিজের অবস্থানে অনড় হইয়া পড়িয়া থাকিলো,মনে হইতে লাগিলো ট্রেইনটি ঢাকা হইতে শান্তির নগরীতে আসিয়া ক্লান্ত শরীরে বিশ্রাম লইতে চাইতেছে !!!একটু পরে তাহা শ্লথ গতীতে তাহার জন্য বরাদ্দ করা বিশ্রামখানার দিকে যাইতে লাগিলো।।
ওইখানে তাহাকে কি করা হইয়াছে তাহা সকলের কাছেই একটি রহস্য।।রেইল কর্মকর্তারা তাহাকে আবার যাত্রা শুরু করিবার জন্য কিভাবে রাজী করাইলেন তাহাও সকলের কাছে রহস্যময়,কিন্তু দেখিলাম রাত্রী প্রায় ৩ টার দিকে সে তাহার পশ্চাতদেশটিকে অগ্রগামী করিয়া ধীরে ধীরে (যেন নিতান্ত অনিচ্ছা স্বত্তেও) ৫ নং প্লাটফর্মে আসিয়া থামিলো।।
ট্রেইনের ভেতরে প্রবেশের সময়ে তাহার আসন/জানালা/দরজার বেহাল অবস্থা দেখিয়া ভাবিলাম ইহা বড়ই অন্যায়,বাংলাদেশের ট্রেইন বলিয়া কি তাহার শখ/সাধ কিছুই নাই
১১.২০ এর ট্রেইন যখন রাত্রী ৩টা ২০ এ যাত্রা শুরু করিলো আমি তখন রাতের রাস্তার মহারাজ রিক্সাওয়ালাদের আমাকে বাড়িতে পৌঁছাইয়া দেবার জন্য রাজী করাইতে ব্যাস্ত হইয়া পড়িলাম।। অবষেশে ভোর ৪টার দিকে কাক ভেজা হইয়া ভিজিয়া যখন বাসায় পৌছাইলাম মুয়াজ্জীমের কন্ঠে তখন ফজরের আজান ধ্বনীতো হইতেছিলো,এবং আমি অনুভব করিলাম দুই দিন যাবত যে স্বর্দী কাশি নিয়া আমি দিন নিপাত করিতেছিলাম তাহা প্রকট জ্বরে রূপ নিতে এগিয়ে যাইতেছে !!!
(ঘড়ির কাটার সময় গুলো একটু এলোমেলো হইতে পারে)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




