ফরহাদ মজহার একজন জানলেওলা মানুষ। তিনি চোখ কান খোলা রেখেই কথা বলেন। তার সকল কথা শুধু কথাই নয়। অসম্ভব সাহসের ব্যাপারও। হালের বাংলাদেশে কয়জন এমন জানলেওলা আছে, যারা এমন বুকের পাঠা দেখিয়ে, ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে ভয় না করে বলেন। প্রথাবিরোধী ফরহাদ মজহার, হুমায়ুন আজাদ, আহমদ ছফারই উত্তরসূরী।
ফরহাদ মজহার আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের কাতারে দাড়িয়ে কথা বলেন। তাদের জন্য তিনি উচ্চকিত। হোক সে কাঠমোল্লা। তাই অনেক কাঠ মোল্লারা তার কথা লুফে নিয়ে কথা বললেও তার কিছু আসে যায় না। শুধু কাঠমোল্লারাই তার কথা কোড করে নি, বিচার বিভাগ পৃথককরণ নিয়ে তার যুক্তিসঙ্গত বিশ্লেষন এর জন্য প্রশাসনের এডমিনের কর্মকর্তারাও তাকে বাহবা দেন। এভাবে অনেকেই তাকে কোড করে। কারণ তিনি এমন কাঠমোল্লাদের নিয়ে কথা বলেন না। শ্রেণী বৈষম্যের শিকার, পুজিবাদ ও সাম্রাজ্যবাদের যাতাকলে নিস্পেষিতদের নিয়েই কথা বলেন। এজন্য তাকে অনেকে ভুল করে মুসলমান কমিউন্সিট বলে ডাকে। তার চিন্তা তথা কথিত বুদ্ধিজীবিদের মতো অষ্টষ্ট নয়। তার কথা ও লেখায় চিন্তার পরিপক্ষতা ও পান্ডিত্য আছে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫২