সুরে ও কথায় মনকে দোলা দেয় একটি গান
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর খোলো বাহুডোর
পৃথিবী তোমারে যে চায় |
আর নয় নিষ্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন |
ধরনীর ধুলি হোক চন্দন
টিকা তার মাথে আজ পরে নাও ||
কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাঁচার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষায়
দিন কাটে ভাগ্যের ভরসায় |
তুমি হও একজন তাদেরই
কাঁধে আজ তার ভার তুলে নাও ||
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয়মুখ খোলো বাহুডোর
পৃথিবী তোমারে যে চায় |
এই গানটি গেয়েছে লতা মঙ্গেশকর এবং কথা ও সুর করেছেন সলিল চৌধুরী- গানটি সলিল ও লতার যুগপৎ সৃষ্টিগুলির অন্যতম।
এর বহুপর গেয়ছেন ইন্দ্রানী সেন - কন্ঠের মাদকতায় তার গাওয়াটাই আমার কাছে বেশী ভালো লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


