বেশ কিছুদিন ধরে আমার একমাত্র শ্যালিকার বিয়ের কথা পাকাপাকির কাজ বেশ দ্রুতলয়ে আগাচ্ছিল। ছেলে ঢাকার লোকাল, শ্মশ্রুমণ্ডিত, বেশ আল্লাহওয়ালা, পেশায় আইটি স্পেশালিষ্ট। এক কথায় নাম্বার ওয়ান পাত্র। পাত্রের মায়ের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। চুপিসারে আমরা পাত্র পাত্রি দেখার আয়োজন করলাম ল্যাব এইডস্থ ওয়েস্টারন গ্রিলে। দুই পক্ষই বেশ খুশি, এক কথায় সোনায় সোহাগা। পাত্রের মায়ের অতি আগ্রহ দেখে আমার একটা কথা মনে পড়ল- "বুড়া বুড়ি কয়- যেখানে পাত্র পক্ষ খুব আগ্রহী থাকে সেখানেই মেয়ের বিয়ে দেওয়া ভাল"।
পাত্রের মা, ভাই, বোন সবাই দেখি ১ম রোজায় ইফতারি ও কিছু উপঢৌখন নিয়ে আমাদের বাসায় হাজির। তার প্রতিদান স্বরূপ আমরা ও কিছু ইফতারি, উপঢৌখন নিয়ে আজ পাত্রের বাসায় গেলাম।
উপঢৌখনের সাথে একটা করে শ্লোক ট্যাগ করে দেয়া হয় যা বেশ প্রশংসিত হয়; যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না-
১) পাত্র- নাম আমার সরোয়ার শান্ত,
ইদানিং কাজের চাপে বেশ ক্লান্ত।
২) পাত্রের ভাই- আব্দুস সাত্তার আমি
৬ ফুট লম্বা, টিক যেন শো-রুমের ডামি।
৩) পাত্রের বোনঃ আমি মারিয়া স্বপ্না
সারাক্ষন ছনমনা, চৌ দিকে যত্তসব ভাবনা।
৪) পিচ্চি দুই ভাই- আব্দুস সবুর, আব্দুস সাকুর মোরা দুই ভাই
বাসায় সারাক্ষন সবাইকে ব্যস্ত রাখতে মোদের জুড়ি নাই।
৪) পাত্রের আম্মু- ---- হবে আমার ২য় কন্যা
শান্তর আম্মুর মনে খুশির বন্যা।
৫) পাত্রের আব্বু- ---- হবে আমার ২য় কন্যা
শান্তর আব্বুর মনে খুশির বন্যা।
ব্লগার ভাই বোনদের নিকট দোয়া চাই, যাতে এদের বিয়েটা খুব শিজ্ঞ্রই হয়।