আমার জন্ম ১৯৮১ সালে মুক্তিযুদ্ধের ১০ বছর পর। হিসাব মত আমার রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে ১৯৯৪ সালের পর থেকে। এখন আমার সামনে কেউ যদি কাউকে রাজাকার বলে তাহলে আমি রাজাকারের সংগা নিয়ে চিন্তায় পরে যাই।
তাই আমি জানতে চাই রাজাকারের সংগা কি হবে-
১)"যে বা যাহারা ১৯৭১ সালে পাকিস্তান প্রীতির জন্য পরিচিত ছিল, হানাদার বাহিনীকে সাহায্য করেছিল, বাংলাদেশ প্রতিস্ঠার বিরোধী ছিল সেই সব বাংগালী"
-এই সব ব্যক্তিরা অবশ্যই সে সময় স্বাধীন মত প্রকাশে সমর্থ ছিল (বয়স রেঞ্জ ১৫ থেকে উপরে)
২)"সে সব বাংলাদেশী যাদের জন্ম ১৯৭১ এর পর কিন্তু যারা বিভিন্ন মতাদর্শ এর কারণে,ইতিহাস পড়ে এবং জেনে উপরের সংগা এর অন্তর্গত বাংগালী কে সমর্থন করে"
৩)"১ ও ২ এর সংগা অণুযায়ী রাজাকারদের পরিবারবর্গ যদিও তারা বাংলাদেশ প্রেমিক "
৪)"যারা ভিন্ন মতাদর্শের কারণে শেখ মুজিবকে বঙ্গবন্ধু, জাতির পিতা বলে না বা মানে না, তাকে তার ভূমিকা নিয়ে সন্দেহ করে কিন্তু সে দেশ ও দেশের মানুষকে ভালোবাসে; ব্যক্তিগত,পারিবারিক ও সামাজিক জীবনে ভালো মানুষ"
৫)"যে দেশকে ভালোবাসে না সে"
এই ব্লগে আমি অনেককে দেখেছি যারা জ্ঞাণী, বিবেকবান, চিন্তাশীল, বিজ্ঞ। আমি আপনাদের সবার মতামত চাই। যারা উল্লেখিত চারটি বিশেষণের মধ্যে পড়েন না তাদেরকেও স্বাগতম মতামত প্রদানের জন্য।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৭ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



