আমার ভালোবাসা
--- জাকিয়া জেসমিন
আমারে সে ভালোবেসেছে,
এসেছে অতি কাছে,
অনাদর সে করেছে আমারে,
এড়িয়ে গেছে-যখন ডেকেছি বারে বারে,
ভালোবেসে তারে;
আমি তার ক্রোধের কারন
কাছে এলে যেন তার মরণ!
আমার প্রেমের পথে সে দিয়েছে বাঁধা,
হৃদয়ে দিয়েছে কত নিদারুন ব্যাথা!
সাধনা ছিলো একদিন ঠিক পাবো
ভালোবাসার শুণ্য থালা পূর্ণ করে নেবো।
ভুলে গেছি আজ সব উপেক্ষার ভাষা,
ক্রোধ, ঘৃণা, অবহেলা-পেয়ে ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




