আমার কবি বন্ধু সৈকত বিজয়'র "সংস্কার" কবিতা বই থেকে নিলাম ।
আমার ভালো লেগেছে । তাই শেয়ার করলাম :
দখল সংস্কৃতি
বাপ-দাদার নাম ভাঙ্গিয়া, করছে যে রাজনীতি;
যেমনি পারে, দখল নিবে, এটাই যে সংস্কৃতি।
কর্ম তাহার হোক না যাহাই, বাপ-দাদারই গান;
জন্মসূত্রে দাবী তার, আমিই যে মহান।
জগত ঘুরে দেখে কেবল, আপন মহারূপ;
ন্যায়-নীতির বেড়াজালে, জাগে তাহার ক্ষোভ।
স্পষ্ট কথা বুঝে না সে, বুঝে আপননীতি;
সব কিছুকে তুচ্ছ করে, চায় সে আপন স্থিতি।
কথা বার্তায় মহত্বের, হয় সে দাবীদার;
কোন গুণ না থাকিলেও, সূত্র বাপ-দাদার।
সুযোগ বুঝে, লাগায় কজে, ভাঙ্গে আপন বাঁধা;
বাপ-দাদার ঐ নামে চেষ্টা, গড়বে গোলক ধাঁধা।
তাদের সাথে যোগান যে দেয়, লোভী চাটুকার;
সব কিছুতেই, সাঁজিতে চায়, আপনি দখলদার।
একটি পক্ষ দখল ছাড়ে, অন্য পক্ষ ধরে;
সুযোগ পেলে, আবার সে, নেয় যে দখল করে।
দখল আর বেদখলের, চালায় রাজনীতি;
রাজনীতিতে দখল তারা, করছে সংস্কৃতি।
যেমনে পার, লুটে ভর, হোক জনতার ক্ষতি;
প্রতিপক্ষও দখলদার, নেই যে মনে ভীতি।
প্রয়োজনে, দখল নিতে, করতে হবে চুক্তি;
একে অন্যে শ্রদ্ধায় ভরে, দখল দারের মুক্তি।
দখলদারের শক্ত ভিত, করে সে রাজনীতি;
শ্রমে ঘামে, গড়েছে তাঁরা, দখল সংস্কৃতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



