সাবেক সচিব এবং আমার অত্যন্ত প্রিয় ব্যাক্তিক্ত আসফউদ্দৌলা স্যার আজ আর,টিভি তে মন্তব্য করলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নাকি ৩ ধরনের দল আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে।
আওয়ামীলিগ, বি এন, পি, আর ডি,জি,এফ,আই। কথাটার সত্যতা যাচাই করা সম্ভব হয় নাই।
বাংলাদেশের রাজনীতির মেরুকরণ করলে তো আমি দেখি বি,এন,পি আওয়ামীলিগ এর মাঝে জামায়াত আর জাতীয় পার্টি। কিন্তু এর মাঝে ডি,জি,এফ,আই এর অস্তিত্ব সম্পর্কে আমি নিশ্চিত নই। বাংলাদেশে কোন পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা থাকতে পারে আমার তা মনে হয়নি। কিন্তু আসফউদ্দৌলা স্যার নিশ্চয় ভেবেই বলেছেন।
আচ্ছা বাংলাদেশের রাজনীতি কিংবা সরকারের উপর ডি,জি,এফ,আই এর প্রভাব কতখানি তা কি কেউ বলতে পারবেন। তাদের উপর কি সেনাবাহিনীর কোন নিয়ন্ত্রণ আছে?
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




