আমি দেখেছি ঘুমপোকারা কি করে তোমার ঘুম কেড়ে নিতো,
আমি আরো দেখেছি গ্রীক রুপকথার গল্পগুলো কি করে তোমায় স্বপ্ন যোগাত,
তুমি গভীর নিঃশ্বাস নিতে মাঝে মাঝে
তুমি তখন নিরত্তাপ ছিলে
যখন আমি দেখেছি তুমি...
কবিতার বই খুলতে,
আমি তোমার হাতে কখনো মেহেদীর আলপনা দেখিনি
বরং সত্যি বলতে তুমি আরো মোহনীয় ছিলে,
যখন আপন মনে গান গাইতে গুণ গুণ
আমি তোমার মাঝে দেখেছিলাম কালের সবটুকু সময় কে
আমি তোমাকে পড়েছি যুগ যুগ ধরে
একালের সব বাঁধা তোমার চারপাশে ঘিরে ধরে ছিলো
আমি দেখেছি কি নিদারুণ অবহেলায় তুমি তা নিয়েছিলে
অতঃপর যখন তা আরো তীব্র হচ্ছিল
তুমি কেমন যেন ক্লান্ত হয়ে গেলে
তুমি আর ছাদে ওঠোনি!
কত রাত তোমার কবিতা শুনি না।
তোমার আঁকা ছবি গুলোর মাঝে খুঁজিনা
হাজারো রঙ এর খেলা
কেন তুমি হারিয়ে গেলে
তোমাকে কেন ধরে রাখতে পারিনি?
অগুণিত ঘুমপোকারা কেন আমার চোখে
আজ ঘুম আনতে ব্যর্থ হয়?
আজো বেলা শেষে অবেলায় তোমার আগমন প্রত্যাশা করি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




