একদিন আমি বোধিসত্ত্বের সাথে দেখা করেছিলাম!
তিনি বললেন,"তুমি অনিদ্রায় ভুগছো!"
সেদিন থেকে রাত্রি বেলায়
আলো নিভিয়ে দেখি— "তিনটি তরুণী আমাকে ডাকছে!"
আমি পুরো ছয়মাস ঘুমোয়নি এবং দ্বিতীয় বার কোন তরুণীকে দেখিনি!
শুধু নৈঃশব্দ্যে এক আলোকভেদ্য ওয়েটার এসে জিজ্ঞাস করলো—
মহাকালের বেদিতে তোমার অস্তিত্বসত্তা দাও,পূজো করব!
০১.০১.১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



