FileNet Certification এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এর জন্য আমার প্রয়োজন 3টি সার্ভার। যেহেতু প্রযেক্টের কাজে সবসময় দৌড়ের উপর থাকি সেহেতু ব্যাক্তিগত তিনটি পিসি একই সাথে পাওয়া কঠিন আমার জন্য।
তাহলে কি হবে? বসে থাকব?
মোটেও না। আমার মত এরকম সমস্যা যাদের তাদের জন্য VMWare সফটওয়্যারটি যেন মরুভুমিতে পদ্মা নদী...
এটি সেটাপ করে নিলে আপনার একটি পিসিতে ভাচর্ুয়াল পিসি বানিয়ে নিতে পারবেন যতগুলো মন চায়। তবে সবগুলো একই সাথে রান করাতে পারবেন কি পারবেন না তা আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে। যেমন আমার ডুয়্যাল কোর প্রসেসরের 1 গিগা র্যাম সমৃদ্ধ ল্যাপটপটিতে একই সাথে তিনটি সার্ভার অনায়াসে রান করাতে পারি।
শুধু তাই নয়.. এটিতে যখন আপনি কোন অপারেটিং সিষ্টেম সেটাপ করবেন তখন এটি আপনার হার্ডডিস্কের ফিজিক্যাল কোন পরিবর্তন করবে না। যে ফোলডারে সেটাপ করবেন সেখানে শুধু কয়েকটি ফাইল তৈরি করবে। আপনি ইচ্ছে করলে ম্যানুয়ালী ফাইলগুলো মুছে দিলেও চলে যাবে আপনার ভাচর্ুয়াল অপারেটিং সিষ্টেমটি।
এর মেজর ফিচারগুলো নিচে দিলাম,
- ডস, উইন্ডোজ (সকল ভার্সন), লিনাক্স, ইউনিক্স, সান সোলারিস, নভেল নেটওয়্যার ইত্যাদি সকল অপারেটিং সিষ্টেম সাপোর্ট করে
- এটি ফুল স্ক্রিনে চালানো যায়
- ভাচর্ুয়াল প্রতিটি পিসিতে নেটওয়ার্কি করা যায়
- অনেকগুলো অপারেটিং সিষ্টেম (র্যাম ও প্রসেসর স্পিডের উপর নির্ভর করে) একই সাথে চালানো যায়
- ট্যাব বেজড (ছবি দেখুন)
এক কথায় একটি রিয়েল পিসির সাথে এর তেমন কোন পার্থক্য নেই।
আরো বিস্তারিত জানতে [link|http://www.vmware.com|wK
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



