এই যে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের গলাবাজী, মিছিল, পতাকা ওড়ানো এইসব কিছুর বেশ ভাল একটা দিক আছে । এগুলো না থাকলে বোঝাই যেত না বিশ্বকাপ ফুটবল হচ্ছে পৃথিবীর কোন এক কোনায় । বিশ্বকাপের আমেজ ছড়ায় আসলে এই তর্কবাজীই । এই ব্রাজিল-আর্জেন্টিনা রেষারেষির কারনেই ফুটবল বিশ্বকাপ হয়ে ওঠে হাজারগুন বেশী উপভোগ্য । ব্রাজিল বা আর্জেন্টিনা যদি এখন হেরে ঘরে ফিরে যায় তাহলেই বুঝবেন ব্যাপারটা !
এই রেষারেষি বা দলাদলি অথবা পতাকা ওড়ানো নিয়ে বেশী চিন্তা করার কিছু নেই, এর স্থায়ীত্ব বড়জোর একমাস, কোন ভাবেই এটা আমাদের জাতীকে বিভক্ত করছে না ।
যদি কেউ সত্যিকার ভাবে জাতি কেন বিভক্ত হয়ে যাচ্ছে এটা নিয়ে ভাবেন তাহলে অবশ্যই স্বীকার করবেন, আমাদের দেশের রাজনীতি ই হচ্ছে জাতীকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলার অন্যতম কারন । আওয়ামলীগ, বিএনপি, জামাতের সমর্থক ও রাজনৈতিক নেতাদের জিঘাংসা এত জঘন্য পর্যায়ের যে জবাই করে মানুষ হত্যা করাও এখন জায়েজ । আমরা ভুলেই গিয়েছি যে এরা আমাদেরই কারো বাবা, ভাই, চাচা । এই জাতি বিভক্ত হচ্ছে কার স্বার্থে?
কোন সরকারই এখন পর্যন্ত রাষ্ট্রীয় ঐক্য গঠন করার কোন চেষ্টা করেনি বরং রাষ্ট্রীয় মাধ্যম যার দখলে সে অন্যের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েই যাচ্ছে । মানুষিক ভাবে অসুস্থ কিছু লোক রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রতিবার, যাদের কাছে অন্য দলের সমর্থকদের প্রানের কোন মূল্য নেই ! ক্ষেত্র বিশেষে মনে হয় তাদের চিন্তাভাবনা এমন যে, একজন মানুষ মরল মানে একটা ভোট কমে গেল প্রতিপক্ষের ! যদি হিসেব করা হয় তাহলে দেখবেন, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশী খুন হয়েছে এই রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারনেই ।
আমরা রাজনৈতিক সাম্প্রদায়িকতার অবসান চাই, কারণ এটা ধর্মীয় সাম্প্রদায়িকতার চাইতেও জঘন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



