আমাদের সম্পদের মাঝে দুস্থ মানুষের অধিকার আছে । একটা প্রশ্ন করি, ধরেন আপনি বিপদে পড়েছেন, খুব টাকা প্রয়োজন, কারো কাছে ধার চাইলেন, সে আপনাকে ধার দেওয়ার সময়, আপনার আনত চেহারা সহ একটা সেলফি তুলে ফেইসবুকে আপলোড দিয়ে বললঃ আজ আমিও দিয়েছি ১০০০ টাকা, আপনিও দিন ।
কেমন লাগবে আপনার?
কি প্রমাণ বলতে চান ? আপনার আত্নসম্মান আছে আর ওই পঙ্গু ভিখারির নেই?
দুই বেলা পেটে দানা পানি না পড়লে আপনারও আত্নসম্মান থাকবে না, থাকে না কারো ।
এইকারনেই বলা হয়েছেঃ দান এমন ভাবে কর, যাতে ডান হাত দান করলে বাম হাত টের না পায় ।
আর দান এমন মানুষকে করা সবচেয়ে ভাল, যার অভাব আছে কিন্তু সে মুখ ফুটে লজ্জায় চাইতে পারে না । কাজ করে খায়, তবুও অভাব । ধরেন আপনার কাজের বুয়া, তার অভাব আছে কিন্তু সে মুখফুটে বলতে লজ্জা পায় । এখন আপনি ১ কেজি চালসহ তার ছবি তুলে দুনিয়াকে জানিয়ে দিলেন আপনি মহা দানী ! অভাবের তাড়নায় সে হয়ত হাত বাড়িয়ে নিবে, আর আপনি তার আত্নসম্মানকে ধুলিস্যাত করে দিলেন । অপেক্ষা করুন এমন এক সময়ের জন্য যেদিন আপনিও হেনেস্তা হবেন, হয়ত অন্য কোন ভাবে ।
দান করুন, করতেই থাকুন সঠিক নিয়তে, সত্যিকার ভাবে । লোক দেখানোর জন্য নয় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



