আপনার গাড়ি আছে?
আছে!
পতাকা লাগান?
লাগাই!
আপনার মোটর সাইকেল আছে?
আছে!
পতাকা লাগান?
লাগাই।
আপনার ঘোড়া আছে?
নাই।
থাকলে আজ পতাকা লাগাতেন?
অবশ্যই! এত সুন্দর প্রাণী, লাগাব না?
তাহলে যিনি নিজের পোষা কুকুরের গায়ে বাংলাদেশের পতাকা লাগিয়ে ঘুরতে বের হয়েছেন, তারটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? কুকুর আপনার কাছে নোংরা কুৎসিত প্রাণী মনে হয় বলে?
আপনি যেমন আপনার গাড়ি, আর ঘোড়া থাকলে ঘোড়ায় লাগাতেন। তিনিও তার পোষা কুকুরের গায়ে লাগিয়েছেন। হয়ত তিনি তার কুকুরকে ভালবাসেন, কোলে নিয়ে ঘোরেন। তিনি চান তার পোষা প্রাণীটার গায়েই লাগুক বাংলাদেশের রং!
আপনার ধারনাটা একটু খোলাসা করার জন্য আর একটা উদাহরন দিইঃ ধরেন ওই বাংলাদেশীর জায়গায়, একজন আমেরিকান বা জার্মান আজ ঢাকার রাস্তায় একই কুকুরে নিয়ে এভাবে ঘুরতে বের হয়েছিল! তাহলে কি হত?
হয়ত পত্রিকায় নিউজও হয়ে যেত, একজন জার্মান নাগরিকের বাংলাদেশ প্রেম!
দেশকে কে কিভাবে ভালবাসবে সেটা আপনি ডিফাইন করার কে?
প্রোফাইলে দেশের পিক দিলেও সমস্যা, না দিলেও সমস্যা।
যার কাছে মনে হয়েছে, পিক দিলে দেশপ্রেম দেখান হবে সে দিয়েছে!
যার কাছে মনে হয়নি সে দেয়নি।
এটা তার ব্যাক্তিগত বিবেচনা।
আপনার world view দিয়ে পৃথীবিকে বিচার করার ধারনা বাদ দিন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



